বর্ষার কবিতা

উৎসর্গ : মধ্যবয়সী সেই ছেলেদের যারা প্রতি বর্ষায় ছাতা ভুলে যায়।                  

হাওয়ায়                                 তোমার উড়তে থাকা কেশ,
আমার,                                 পথ হারানো পুরনো অভ্যেস।
তোমার চওড়া পিঠের ঘাম,
শুকোয় দুপুর থেকে শাম।
তুমি এগিয়ে এসে দাঁড়াও
আমার তাকিয়ে থাকা ছাড়াও
অনেক কাজ ছিল যে সেদিন,
তুমি চুল ছেড়েছ যেদিন।
তোমার খোলা চুলের বাঁকে
বর্ষা নামছে ঝাঁকে ঝাঁকে।
তুমি ভিজবে বলেই গেলে
তুমি শ্রাবণ সাথে নিলে।
তোমার হাতে ওপর বৃষ্টি,
জলে আবছা হচ্ছে দৃষ্টি।
এমন বর্ষা-জুলাই মাসে,
কেউ অমনি করে হাসে ?
হেসে যতই বাড়াও ক্ষত
আমায় ফিরতে হবে অটোয়।
ভিজিয়ে ছাপা রঙের ছাতা
বেশ বাঁচিয়ে নিয়ে মাথা,
তুমি                                   শিখেই নিলে পেরিয়ে যাওয়ার আর্ট।
ওপার থেকে                         ভিজিয়ে দিচ্ছে মেঘ-পিয়ানোর ছাঁট,
আমার                                ছিল ভুল ছাতা আর পুরনো আঘাত।

One Comment Add yours

  1. Arjun Das says:

    আহা! 💜

    Liked by 1 person

Leave a comment